1. news@spordhanews.com : স্পর্ধা নিউজ প্রতিদিন : স্পর্ধা নিউজ প্রতিদিন
  2. info@www.spordhanews.com : স্পর্ধা নিউজ প্রতিদিন :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব) এম হারুন উর রশীদ বীর প্রতীককে গুপ্ত ঘাতকেরা হত্যা করেছে।। ওসি ধর্ষকদের বাঁচাতে মরিয়া ।। প্রত্যাহারের দাবি বাংলাদেশের অন্যতম প্রাচীন ব্যাংক খোকসার ‘জুবিলি ব্যাংক লিমিটেড’।। ‘গ্রেটার বাংলাদেশ’ নামে নুতন বাংলাদেশের মানচিত্র প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে।। চাঞ্চল্য এদিক ওদিক।। ‘প্লট দুর্নীতি’: হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু।। গ্রেফতারী পরয়ানা জারি !! বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু ।। মাহিয়া তাসনিমও মৃত্যুর কাছে হার মানল ।। মাইলস্টোন ট্রাজেডি।। ANNIHILATE THESE DEMONS কুষ্টিয়ার কুমারখালীতে চাঁদার দাবিতে প্রবাসীর বাড়ি ভাঙচুর-লুটপাট।। ফান্দে পড়িয়া বগা কান্দে রে ……।। আট ঘন্টা অবরুদ্ধ থাকার পর আশিফ নজরুল ও শফিকুল পিছন দরজা দিয়ে পালায়ন !!

বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ স্বাধিনতার স্মৃতি মুছতে ধ্বংসযজ্ঞ সকালেও।। বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর ধূলিসাৎ।। আগুন ডঃ ওয়াজেদ আলীর বাসভবনেও !!

অনির্বান
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহ-সহ দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবরের মূর্তি ভাঙচুর।

স্পর্ধা নিউজ প্রতিদিন ।। অনলাইন ডেস্ক ।।

বাঙালির ইতিহাস মুছে ফেলতে তৎপর বাংলাদেশের তথকথিত ‘বিপ্লবী ছাত্র জনতা’। বুধবার রাতে তারা হামলা চালায় ধানমন্ডির শেখ মুজিবর রহমানের বাড়িতে। বৃহস্পতিবার সকালেও সেই ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ির সামনের অনেকটা অংশ। সঙ্গে চলছে উল্লাস— স্বৈরাচারের কোনও চিহ্ন রাখা যাবে না। এদিকে রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুরেরও খবর মিলেছে। ময়মনসিংহ-সহ বিভিন্ন স্থানে শেখ মুজিবরের মূর্তি ভাঙচুর হয়েছে। ভৈরবে আওয়ামি লিগের কার্যালয় ভাঙচুর চালানোরও খবর মিলছে। রাতেই ধানমন্ডিতে ড।ওয়াজেদ আলীর বাসভবন সুধা সদনেও আগুন দিয়েছে একদল উন্মত্ত জনতা। সব মিলিয়ে গোটা দেশ জুড়ে আরও একবার নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে।

 

বুধবার সন্ধ্যা সাতটার কিছু পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।প্রথমেই মুজিবের স্মৃতিবিজড়িত ওই বাড়ি তথা জাদুঘরে গিয়ে বাইরের ফটক ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। এরপর বাড়ির ভিতরে ঢুকে শুরু হয় ভাঙচুর। ৯টার একটু আগে থেকেই দেখা যায় তিনতলা জ্বলছে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালেও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম স্মারক মুজিবের বাড়ির বড় অংশ ভেঙে ফেলা হয়েছে। বাড়ি ভাঙতে হাতুড়ি, শাবলের পাশাপাশি বিরাট ক্রেন, এস্কেবেতর,বুল্ডোজার ব্যবহার করা হয়। যদিও ইউনুস প্রশাসন উন্মত্ত ছাত্র-জনতা দলকে আটকায়নি। বরং সরকারের বিরুদ্ধে এই ঘটনায় প্রচ্ছন্ন মদত দেওয়ার অভিযোগ উঠছে।

বিশেষজ্ঞদের বক্তব্য, বাংলাদেশজুড়ে যেভাবে নৈরাজ্য শুরু হয়েছে, তাতে করে স্পষ্ট যে গোটা বিষয়টি পরিকল্পনা মাফিকই চলছে। একই কারণে মুজিবের বাড়িতে হামলার পাশাপাশি আগুন দেওয়া হয়েছে ধানমন্ডিতে হাসিনার বাসভন সুধা সদনেও। বুধবার রাত সাড়ে ১০টার পর সেখানে আগুন দেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। রাত ১২টার সময় ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার বিভিন্ন কক্ষে আগুন জ্বলতে দেখা গিয়েছে। ডঃ ইউনুসের কাছে বিশেষজ্ঞদের প্রশ্ন ‘’ধ্বংসযজ্ঞে ব্যাবহৃত এস্কেবেটর,বুলডজার, ক্রেনের মালিক কে? এগুলো কারা যারা চালাচ্ছিলো ? কার নির্দেশে এগুলো ভাংচুরের জন্য আনা হয়েছিলো ? মানবাধিকার ও জানমাল সম্পদ রক্ষার দায়ীত্ব রাষ্ট্রের । সেই রাষ্ট্রের অবিভাবক হিসাবে আপনি কি পদক্ষেপ নিয়েছেন ?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট