1. news@spordhanews.com : স্পর্ধা নিউজ প্রতিদিন : স্পর্ধা নিউজ প্রতিদিন
  2. info@www.spordhanews.com : স্পর্ধা নিউজ প্রতিদিন :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব) এম হারুন উর রশীদ বীর প্রতীককে গুপ্ত ঘাতকেরা হত্যা করেছে।। ওসি ধর্ষকদের বাঁচাতে মরিয়া ।। প্রত্যাহারের দাবি বাংলাদেশের অন্যতম প্রাচীন ব্যাংক খোকসার ‘জুবিলি ব্যাংক লিমিটেড’।। ‘গ্রেটার বাংলাদেশ’ নামে নুতন বাংলাদেশের মানচিত্র প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে।। চাঞ্চল্য এদিক ওদিক।। ‘প্লট দুর্নীতি’: হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু।। গ্রেফতারী পরয়ানা জারি !! বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু ।। মাহিয়া তাসনিমও মৃত্যুর কাছে হার মানল ।। মাইলস্টোন ট্রাজেডি।। ANNIHILATE THESE DEMONS কুষ্টিয়ার কুমারখালীতে চাঁদার দাবিতে প্রবাসীর বাড়ি ভাঙচুর-লুটপাট।। ফান্দে পড়িয়া বগা কান্দে রে ……।। আট ঘন্টা অবরুদ্ধ থাকার পর আশিফ নজরুল ও শফিকুল পিছন দরজা দিয়ে পালায়ন !!

US visa বিদেশি পড়ুয়াদের আমেরিকা যাওয়ার পথে কোপ ! ! ভিসার ইন্টারভিউ বন্ধ করে দিল ট্রাম্প প্রশাসন

হাফিজ সরকার
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

 

আমেরিকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে আর্থিক দিক থেকে অনেকখানি দুর্বল করে দেবে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ।

 স্পর্ধা নিউজ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:

মঙ্গলবার মার্কিন বিদেশ দপ্তরের তরফে বলা হয়, আপাতত এফ, এম এবং জে ভিসার আবেদনপত্রের ইন্টারভিউ স্থগিত রাখা হবে। এই ভিসাগুলি মূলত পড়ুয়াদের জন্যই। বিশ্বের সমস্ত মার্কিন কনসুলেটকে জানিয়ে দেওয়া হয়েছে, এই ভিসার আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়া যাবে না। কারণ আবেদনকারীদের সোশাল মিডিয়া খুঁটিয়ে দেখা হবে। তাঁদের কোনও পোস্ট আমেরিকার জাতীয় স্বার্থের জন্য বিপজ্জনক কিনা, সেটাও বিবেচনা করবে মার্কিন প্রশাসন।

 

বিদেশি পড়ুয়াদের জন্য ভিসা ইন্টারভিউ বন্ধ করে দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপাতত সোশাল মিডিয়ার কার্যকলাপের উপর কড়া নজরদারি চলবে। তাই পড়ুয়া এবং এক্সচেঞ্জ পড়ুয়াদের ভিসা দেওয়া আপাতত বন্ধ থাকবে। উল্লেখ্য, দিনকয়েক আগেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি পড়ুয়াদের ‘তাড়ানো’র সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। এবার সব শিক্ষাক্ষেত্রের বিদেশি পড়ুয়াদের উপরেই কড়াকড়ি হচ্ছে।

বিদেশ দপ্তরের বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে সাংবাদিক সম্মেলনে এসে মুখপাত্র ট্যামি ব্রুস জানান, “আমরা তো নজরদারি করব। আমাদের হাতে যা কিছু প্রযুক্তি আছে, সমস্ত কিছু ব্যবহার করে বিচার করা হবে ভিসার আবেদনপত্র। পড়ুয়া হোক বা অন্য কেউ, তাদের মধ্যে কোনও অপরাধপ্রবণতা নেই সেটা নিশ্চিত করতে হবে। যতদিনের জন্যই আমেরিকার ভিসা নেওয়া হোক না কেন, এই পরীক্ষার মধ্য পড়তে হবেই। আশা করি, কাদের আমেরিকায় প্রবেশের যোগ্যতা রয়েছে সেটা আমরা এই নজরদারি থেকে বুঝতে পারব।”

বিশ্লেষকদের মতে, আমেরিকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে আর্থিক দিক থেকে অনেকখানি দুর্বল করে দেবে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ। কারণ বিদেশি পড়ুয়াদের থেকে বিরাট অঙ্কের আয় করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। ২০২৩-২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, ৪৩০০ কোটি ডলারেরও বেশি আয় হয় আমেরিকায় পড়তে আসা বিদেশিদের থেকে। আগামী কয়েকদিনের মধ্যেই আমেরিকায় নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। সেই সময়ে যদি বিদেশি পড়ুয়ারা ভিসা না পান, তাহলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে চলে মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট