1. news@spordhanews.com : স্পর্ধা নিউজ প্রতিদিন : স্পর্ধা নিউজ প্রতিদিন
  2. info@www.spordhanews.com : স্পর্ধা নিউজ প্রতিদিন :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব) এম হারুন উর রশীদ বীর প্রতীককে গুপ্ত ঘাতকেরা হত্যা করেছে।। ওসি ধর্ষকদের বাঁচাতে মরিয়া ।। প্রত্যাহারের দাবি বাংলাদেশের অন্যতম প্রাচীন ব্যাংক খোকসার ‘জুবিলি ব্যাংক লিমিটেড’।। ‘গ্রেটার বাংলাদেশ’ নামে নুতন বাংলাদেশের মানচিত্র প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে।। চাঞ্চল্য এদিক ওদিক।। ‘প্লট দুর্নীতি’: হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু।। গ্রেফতারী পরয়ানা জারি !! বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু ।। মাহিয়া তাসনিমও মৃত্যুর কাছে হার মানল ।। মাইলস্টোন ট্রাজেডি।। ANNIHILATE THESE DEMONS কুষ্টিয়ার কুমারখালীতে চাঁদার দাবিতে প্রবাসীর বাড়ি ভাঙচুর-লুটপাট।। ফান্দে পড়িয়া বগা কান্দে রে ……।। আট ঘন্টা অবরুদ্ধ থাকার পর আশিফ নজরুল ও শফিকুল পিছন দরজা দিয়ে পালায়ন !!

কুষ্টিয়ায় ‘ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানী’তে শ্রমিক বিক্ষোভ।। সঠিক বেতনের দাবীতে

প্রীতম মজুমদার ।।, কুষ্টিয়া শহর প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

স্পর্ধা নিউজ প্রতিদিন।। অনলাইন ডেস্ক।।

১৫ জুন সকাল ১০ টয় কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ রোববার সকালে কাজে যোগ না দিয়ে শহরের চৌড়হাস মোড়ে কারখানার প্রধান গেটের সামনে একটি গট্মিটিং হয়। এই গেট মিটিং বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভ শেষে সমাবেশ থেকে  শ্রমিকদের ১২ দফা দাবী পেশ করেন তাঁরা।

পরে শ্রমিকেরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্মারকলিপি দেন। সেখান থেকে কারখানার সামনে এসে আবার বিক্ষোভ করেন শ্রমিকেরা।

শ্রমিকদের ভাষ্য, তাঁরা বৈষম্যের শিকার, তাঁদের বেতন কম দেওয়া হয়। ঠিকাদার প্রতিষ্ঠান থেকে বেশি টাকা নিয়ে তাঁদের কম টাকা মজুরি দেয়। যত দিন না তাঁদের মজুরি বাড়াবে, তত দিন আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। যৌক্তিক দাবিগুলো মেনে নিলে তাঁরা পুনরায় কাজে ফিরবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মৌসুমি শ্রমিক হিসেবে মেসার্স মতিয়ার রহমান ও মেসার্স সিহাব উদ্দীন নামের দুটি ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ২ হাজার ৫০০ শ্রমিক বিএটিবি চৌড়হাস কারখানায় কাজ করেন। প্রতি মাসে তাঁরা সাড়ে ১০ হাজার টাকা করে বেতন পান। প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করেন। অথচ গত বছর তাঁরা ১২ হাজার টাকা বেতন পেয়েছেন।

বেতন বাড়ানোসহ ১২ দফা দাবিতে আজ (রোববার) সকাল থেকে তাঁরা কর্মবিরতিতে যান। অনেক আগে থেকেই তাঁর তাঁদের ন্যায্য দাবি পূরণের জন্য বলে আসছেন। কিন্তু তাঁদের দাবি মানা হয় না।

১২ দফা দাবিগুলো হলো: সর্বনিম্ন ১৮ হাজার টাকা বেতন দিতে হবে, প্রতিবছর বেতন ২০ শতাংশ হারে বাড়াতে হবে, বেতনের সমপরিমাণ বোনাস দিতে হবে, সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য ছুটির দিনে ডিউটি করলে বেতন বাদে ১৬ ঘণ্টা ওভারটাইম দিতে হবে, ফুল সেট মানসম্মত ২ সেট পোশাক দিতে হবে, নাইট অ্যালাউন্স দিতে হবে, কর্মরত অবস্থায় কোনো শ্রমিকের দুর্ঘটনা ঘটলে সম্পূর্ণ খরচসহ চিকিৎসার সময়ের বেতন দিতে হবে, সব শিফটে মানসম্মত নাশতা দিতে হবে, পরবর্তী মৌসুমে চাকরির নিশ্চয়তা দিতে হবে, মৌসুম শেষে চার মাসের বেতনের সমপরিমাণ খোরাকি দিতে হবে, গত ২৪ এপ্রিল থেকে বেতন প্রদান করতে হবে এবং কোম্পানির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে।

১২ বছর ধরে শ্রমিকের কাজ করছেন আমিনুল হক। তিনি বলেন, ‘যারা কাজ করে বা চাকরি করে, তাদের প্রতিবছর বেতন বাড়ে। আমরা শ্রমিকদের বেতন কমছে। যা পাচ্ছি, তা দিয়ে সংসার চলে না। নিরুপায় হয়ে আন্দোলনে নামতে হয়েছে।’

১৮ বছর ধরে শ্রমিকের কাজ করছে ষাটোর্ধ্ব মজিবর রহমান। তিনি বলেন, ‘সাড়ে ১০ হাজার টাকায় কিছুই হয় না। এত শ্রম দিই, অনেক কষ্ট করি কিন্তু মজুরি কম। বেতন না বাড়ালে সংসার চলবে না।’

বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশ শ্রমিক মেসার্স মতিয়ার রহমান নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের। এ বিষয়ে কথা বলতে ওই প্রতিষ্ঠানে ব্যবস্থাপক আক্তারুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।

জানতে চাইলে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির লিফ ফ্যাক্টরির প্ল্যান্ট ম্যানেজার মুকিত আহমেদ চৌধুরী বলেন, ‘সকাল ৭টার দিকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে কারখানার কাজ চালু হয়নি। সারা দিন বন্ধ রয়েছে। কারখানার উৎপাদন ব্যাপক ব্যাহত হয়েছে। শ্রমিকেরা কাজে যোগ দিলে তাদের জন্য কারখানার দরজা খোলা আছে।’

তিনি আরও বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রতি শ্রমিকের বেতন হিসাবে সাড়ে ১০ হাজার টাকায় ঠিকাদারি দেওয়া হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি সুযোগ-সুবিধাও উল্লেখ রয়েছে। এখন কেন শ্রমিকেরা দাবি তুলছে, সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। বিক্ষোভের ঘটনার মধ্যে সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছিলেন। তাঁরাও সবকিছু জেনে গেছেন।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন বলেন, ‘শ্রমিকেরা তাঁদের দাবি আদায়ে আন্দোলন করছেন। ঘটনাস্থলের আশপাশে পুলিশ রয়েছে। কারখানার সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের যান চলাচলসহ সবকিছু স্বাভাবিক রয়েছে।’

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট