স্পর্ধা নিউজ আন্তর্জাতিক ডেস্ক।।
চলমান ইসরায়েল-ইরান সংঘাতের মধ্যে ইসরায়েলের সেনাবাহিনীকে (IDF) সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে ১৪টি কার্গো বিমান সামরিক সরঞ্জাম ও রসদ নিয়ে ইসরায়েলে পৌঁছেছে। এসব বিমান গত সপ্তাহে ইসরায়েলের “Operation Rising Lion” শুরুর পর থেকে অবতরণ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই চালানগুলো সেনাবাহিনীর “অপারেশনাল রেডিনেস” বা যুদ্ধ প্রস্তুতি জোরদার এবং চলমান যুদ্ধের লক্ষ্য অর্জনে সহায়তার অংশ হিসেবে আনা হয়েছে।
এই সহায়তায় অস্ত্র, গোলাবারুদ, প্রতিরক্ষা সরঞ্জাম ও অন্যান্য রসদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ও অপারেশনাল সক্ষমতা টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইরান হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েলের পাশে দাঁড়ানো দেশগুলোও হামলার লক্ষ্যবস্তু হবে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন তাদের মধ্যপ্রাচ্য ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করেছে এবং কিছু কর্মী সরিয়ে নিয়েছে।
উল্লেখ্য, অক্টোবর ২০২৩ থেকে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ৮০০-রও বেশি সামরিক কার্গো বিমান ইসরায়েলে এসেছে, আর সাম্প্রতিক ১৪টি বিমান এই নতুন সংঘাতের প্রতিক্রিয়া।