স্পর্ধা নিউজ প্রতিদিন।। আন্তর্জাতিক।।
ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলাকে “মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ” হিসেবে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ (KCNA) গত বৃহস্পতিবার ১৯ জুন এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের এই হামলা শুধু ইরানের বেসামরিক, পারমাণবিক ও জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ নয়, বরং মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কাও বাড়িয়ে দিয়েছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, “ইসরায়েলি হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়া একটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, যা আন্তর্জাতিক শান্তি বিনষ্ট করছে।” ইসরায়েলকে “শান্তির পথে ক্যান্সারের মতো সত্তা” এবং “বিশ্ব শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি” হিসেবে আখ্যায়িত করা হয়েছে।