স্পর্ধা নিউজ প্রতিদিন।। আন্তর্জাতিক।।
মার্কিন হামলার পর ইরান সরাসরি ও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার উপ-রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনি সরাসরি টেলিভিশনে বলেছেন, তারা হামলার আশঙ্কায় আগেই তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা খালি করে ফেলেছিল এবং গুরুত্বপূর্ণ উপাদানগুলো সরিয়ে নিয়েছিল। তিনি বলেন, “ট্রাম্প যেটাই বলুন না কেন, আমরা বড় ধরনের কোনো ক্ষতির মুখে পড়িনি, কারণ গুরুত্বপূর্ণ উপাদানগুলো আগেই সরিয়ে নেওয়া হয়েছিল”।
এছাড়া, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক পদক্ষেপ ‘অপূরণীয় ক্ষতির’ মুখে ফেলবে এবং যুক্তরাষ্ট্র এই অঞ্চলে জড়ালে তা তাদের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, মার্কিন হামলা অব্যাহত থাকলে তারা পরমাণু আলোচনায় অংশ নেবে না এবং আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে।