স্পর্ধা নিউজ প্রতিদিন।। ঝিনাইদহ জেলা প্রতিনিধি।।
বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা ও আইসিটি শাখার যৌথ অভিযানে ১১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেই সাথে ০৪টি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ ০১টি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। এর মধ্যে ৬ জন মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নে। ৪ জন হরিনাকুন্ডু ও ১ জন ঝিনাইদহ সদরের। বাগেরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ জানান, বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা, সাইবার ক্রাইম টিম, মো ল্লাহাট থানা পুলিশ ও জেলা বিশেষ শাখা মোল্লাহাট জোনের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুন বিকেলে মোল্লাহাট থানাধীন ঢাকা টু খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনের পাকা রাস্তার উপর ঝিনাইদহ জেলার মহেশপুর থানা হইতে আসা একটি হাইএস মাইক্রোবাস থামিয়ে উপস্থিত সাক্ষীদের সামনে মাইক্রোবাসে আগত ব্যক্তিদের তল্লাশী করে ০৪টি বিদেশী পিস্তল, ০৪টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ০১টি সেভেন গিয়ার চাকু, একটি ক্ষুর ও ০১টি দা উদ্ধারপূর্বক মাইক্রোবাসে থাকা ১১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়।
আটককৃতরা হলো ১। কাউসার আলী (৪৩),পিতা-মৃত কদম আলী মোল্লা, সাং- কানাইডাঙ্গা, থানা- মহেশপুর, ২। মো: মেহেদী হাসান (২৩) , পিতা- মনিরুল ইসলাম, সাং- বাসুদেবপুর, থানা- হরিণাকুন্ডু, ৩। আতাউর রহমান (৩০), পিতা-আব্দুল মবিন, সাং- কানাইডাঙ্গা , থানা- মহেশপুর, ৪। মোঃ খোকন বিশ্বাস, (৪৫), পিতা-মৃত ইদ্রিস আলী বিশ্বাস, সাং-সাবেক বিন্নি , থানা- হরিণাকুন্ডু, ৫। খোকন মিয়া (৩৫), পিতা- আবুল বাসার মন্ডল, সাং- সড়াবাড়ি, থানা- হরিণাকুন্ডু, ৬। আবুল হোসেন (৪৩), পিতা- সিদ্দিকুর রহমান, সাং- ধান্য হরিয়া, থানা- মহেশপুর, ৭। মোঃ ইমদাদুল হক(৩১), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- ধান্যহরিয়া, থানা- মহেশপুর, ৮। জনি মিয়া(২৭), পিতা-গিয়াস উদ্দিন, সাং- গয়েশপুর, থানা- মহেশপুর, ৯। সেলিম শাহ(৩৪), পিতা- আনিসুর রহমান শাহ, সাং- সাবেক বিন্নি , থানা- হরিণাকুন্ড ১০। মাসুম পারভেজ (২২), পিতা- নুর আলম, সাং- ধান্যহাড়িয়া, থানা- মহেশপুর ও ১১। প্রসেনজিৎ চন্দ্র দাশ, পিতা- অধীর চন্দ্র দাস, সাং- হামদো মোড়, থানা- ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহ।
আসামীরা বড় কোনো অপরাধ সংঘটনের পরিকল্পনা নিয়ে বিদেশী অস্ত্রশস্ত্র সহ মাইক্রোবাসযোগে ঝিনাইদহ থেকে বাগেরহাটের উদ্দেশ্যে আসছিল মর্মে প্রাথমিকভাবে জানা যায়। গ্রেফতারকৃত অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।