1. news@spordhanews.com : স্পর্ধা নিউজ প্রতিদিন : স্পর্ধা নিউজ প্রতিদিন
  2. info@www.spordhanews.com : স্পর্ধা নিউজ প্রতিদিন :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট আন্দোলনের বিশ্বাসঘাতকতা ড. ইউনূসের জাতিসংঘ সফর: আওয়ামী লীগের বিক্ষোভের প্রস্তুতি! স্মরণ: শহীদ জুবায়ের চৌধুরী রিমু- এবার ভোটাধিকার কেড়ে নেওয়া হল শেখ হাসিনার আবু জাফর ও ফরিদা পারভীন ।। আদর্শের জন্য গভীর গোপনে ভালোবাসা ও বন্ধন ত্যাগকরা দুজন মানুষ।। দল নিষিদ্ধ করলে নির্বাচন কাদের নিয়ে হবে ? প্রশ্ন জনমনে মাইক্রোসফটের কর্মীদের জন্য খারাপ খবর! নেপাল কেন রক্তাক্ত হলো ? বলিউড তারকা –বিজেপি নেতা- মিঠুন চক্রবর্তী তৃণমূল নেতার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করেছে। ট্রাফিক ব্যবস্থা বিশৃঙ্খলাপূর্ণ হওয়ায় মোটরসাইকেল বেশি ঝুঁকিপূর্ণ বাহন হয়ে উঠেছে

মানবতা আজ ডুকরে কাঁদে গাজায় !!! সামনে এক নির্মম প্রশ্ন ।।

Choudhury Monzurul Ehsan
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৭৩ বার পড়া হয়েছে

 

স্পর্ধা নিউজ প্রতিদিন।। বিশেষ প্রতিবেদন।।

গাজায় আজ শিশুরা ক্ষুধায় কাঁদে, মায়েরা চোখের জল ফেলে আর কিছুই করতে পারে না। চারপাশে শুধু ধ্বংসস্তূপ, বাতাসে লাশের গন্ধ—এ যেন সভ্যতার মুখে এক নির্মম চপেটাঘাত। গাজা উপত্যকা আজ এক হৃদয়বিদারক মৃত্যুকূপ। ইসরাইলি হামলার অব্যাহত আগ্রাসনে গাজা রক্তাক্ত, প্রতিদিন বাড়ছে লাশের সারি। হাসপাতালগুলোতে ঠাঁই নেই, ওষুধের অভাবে মানুষ মরছে; কেউ আর কাউকে বাঁচাতে পারছে না।

একটা শিশুর ক্ষুধার্ত মুখ—তাকে দেখে বোঝা যায়, মানবতা আজ কতটা অসহায়। মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে, শিশুটি কাঁদছে, কেউ তাকে শান্ত করতে পারে না। খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে শুধু আতঙ্ক আর অনিশ্চয়তা। কখনও গুলি, কখনও বোমা—ত্রাণের আশায় আসা মানুষগুলোও নিরাপদ নয়। মে-জুন ২০২৫-এ ত্রাণ নিতে গিয়ে শত শত মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে আরও অনেক।

 

গাজার ৯০% ঘরবাড়ি এখন ধ্বংসস্তূপ। অস্থায়ী তাঁবুতে, খোলা আকাশের নিচে, লাখো মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে। নিরাপদ পানি নেই, খাবার নেই, বিদ্যুৎ নেই—শিশুরা অপুষ্টিতে মরছে, বৃদ্ধরা চোখের সামনে সন্তান হারাচ্ছে। হাসপাতালের বারান্দায় পড়ে আছে শত শত লাশ, ভেতরে জায়গা নেই। ডাক্তাররা কাঁদছেন, তারা জানেন না, কার আগে চিকিৎসা দেবেন, কারে বাঁচাবেন।

 

এই দৃশ্য দেখে পৃথিবী নির্বাক। বড় বড় সভা, প্রেস কনফারেন্স, বিবৃতি—কিন্তু গাজার মাটিতে কোনো পরিবর্তন নেই। জাতিসংঘ, মানবাধিকার সংস্থা, বড় দেশগুলো শুধু আহ্বান জানায়, কিন্তু গাজায় পৌঁছায় না একফোঁটা শান্তি। গাজার শিশুরা প্রশ্ন ছুঁড়ে দেয়: “আমার অপরাধ কী? কেন আমরা না খেয়ে মরছি?” মায়ের চোখের জলও আজ গাজার উষ্ণতায় শুকিয়ে গেছে।

গাজার এই হৃদয়বিদারক পরিস্থিতি গোটা মানবতাকে চ্যালেঞ্জ করছে। সত্যিই কি পৃথিবীর কিছু করার নেই? সভ্যতার এই চরম দুঃসময়ে গাজার কান্না শুনবে না কেউ?

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট