1. news@spordhanews.com : স্পর্ধা নিউজ প্রতিদিন : স্পর্ধা নিউজ প্রতিদিন
  2. info@www.spordhanews.com : স্পর্ধা নিউজ প্রতিদিন :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
তবে কি ভারতকে প্যাঁচে ফেলতে চীন-পাকিস্তান-বাংলাদেশ সার্কের বিকল্প জোট গঠন ?? বিএনপির কর্মী আটক।। ভিজিএফ কার্ড নিয়ে যুবক খুনের অভিযোগ।। ভেড়ামারায় পদ্মায় তীব্র ভাঙন।। আতঙ্কে তিন ইউনিয়নের নদীপাড়ের বাসিন্দা।। সাঁওতাল বিদ্রোহ অবিস্মরণীয় অধ্যায় আবরও কিউবার ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকার।। কড়া প্রতিবাদ চীনের।। ইমোতে কল দেন ইবি শিক্ষক ! ছাত্রী মোটা না চিকন হয়েছে দেখতে !!! বর্তমান ‘ফিটনেস’ বিহীন উপদেষ্টা পরিষদ দিয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব নয় ।। চিলিতে এই প্রথম, রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন কমিউনিস্ট পার্টির প্রার্থী। হোলি আর্টিজান জঙ্গি হামলা থেকে মালয়েশিয়া।। নয় বছরের পরিক্রমা।। সাঁওতাল বিদ্রোহের অমর কাহিনী : — (২)

ইমোতে কল দেন ইবি শিক্ষক ! ছাত্রী মোটা না চিকন হয়েছে দেখতে !!!

প্রিতম মজুমদার, শহর প্রতিনিধি কুষ্টিয়া ।।
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

 

স্পর্ধা নিউজ কুষ্টিয়া শহর প্রতিবেদক ॥

ভুক্তভোগী এক ছাত্রীর ভাষ্য, “স্যার আমাকে ইমোতে ভিডিও কল দেন। আমি কল রিসিভ না করায় পরে অডিও কল দেন। তখন তিনি বলেন, ‘অনেকদিন তোমাদের দেখি না। তোমরা মোটা হয়েছো না চিকন হয়েছো দেখার জন্য ভিডিও কল দিচ্ছি’। তারপর উনি বলেন, তোমার কি কথা বলার লোক আছে?’ আমি বলি, না নেই। তখন তিনি বলেন, এখন বলছো কেউ নেই, কিছুদিন পর তো দেখবো ক্যাম্পাসে কোনো ছেলের হাত ধরে ঘুরছো।” কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে কুরুচিপূর্ণ মেসেজ প্রদান ও ই”ছাকৃতভাবে নম্বর কমিয়ে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। এ ঘটনায় ওই শিক্ষককে বিভাগের কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২২ জুন বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগে এসব কথা বলেন বিভাগটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক ছাত্রী। এছাড়া অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরাও অভিযোগ দেন। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে বিভাগের কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, ‘স্যার ক্লাসে বিভিন্ন সময় আমাকে উদ্দেশ্য করে বাজে কথা বলেন। আমার উ”চতা নিয়ে কুরুচিপূর্ণ জোকস করেন। আমি বিবাহিত হওয়ায় বিয়ের পর স্বামী-স্ত্রীর ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে আমাকে বিভিন্ন মন্তব্য করেন। তিনি আমাকে সবার মাঝে ক্লাসে দাঁড় করিয়ে মেন্সট্রুয়েশন সাইকেল নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেন, যা আমার জন্য খুবই অপমানজনক। এভাবে বিভিন্ন সময় উনি ক্লাসে বাজে ইঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন। হুমকি দেন যে তার কোর্সে ভালো রেজাল্ট করতে পারবো না।’বিভাগের অন্য শিক্ষার্থীরা জানান, অভিযুক্ত শিক্ষক আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে কুরুচিপূর্ণ ও অশালীন ব্যবহার করে আসছেন। এতদিন তারা ভয়ে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস করেননি। পরে বিভাগের ছাত্রীরা একত্র হয়ে গত ২২ জুন তার বিরুদ্ধে বিভাগের সভাপতির কাছে অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগের একাডেমিক কমিটির সভার সিদ্ধান্তে শনিবার (২৮ জুন) থেকে তাকে বিভাগের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। তবে ওই শিক্ষকের বিরুদ্ধে সর্বো”চ শাস্তির দাবি জানান ভুক্তভোগী শিক্ষার্থীরা।শিক্ষক আজিজুল ইসলামের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে কুরুচিপূর্ণ মেসেজ প্রদান, ই”ছাকৃতভাবে পরীক্ষার নম্বর কমিয়ে দেওয়া, রুমে ডেকে ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে আপত্তিকর জিজ্ঞাসা, ক্লাসে সবার সামনে আজেবাজে ইঙ্গিত করা, ছাত্রীদের ভিডিও কল দেওয়া, কল না ধরলে রেজাল্ট খারাপ করানোর হুমকি, বিবাহিত ছাত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর মন্তব্য, নিজের অধীনে প্রজেক্ট করতে পছন্দের ছাত্রীদের বাধ্য করা, বডি শেমিং করাসহ নানাভাবে হেনস্তার অভিযোগ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আজিজুল ইসলাম বলেন, ‘আমার এখন মন ভালো নেই । এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

বিভাগের সভাপতি অধ্যাপক ড. একেএম নাজমুল হুদা বলেন, ‘অভিযোগ পাওয়ার পরে আমরা নিয়ম অনুযায়ী একাডেমিক কমিটির সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকভাবে আমরা তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি বিভাগের সব কার্যক্রম থেকে বিরত থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট