1. news@spordhanews.com : স্পর্ধা নিউজ প্রতিদিন : স্পর্ধা নিউজ প্রতিদিন
  2. info@www.spordhanews.com : স্পর্ধা নিউজ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশে ধর্ষণ মহামারীর মতো বাড়ছে।। বলছেন মহিলা উপদেষ্টা নিজেই।। সাম্রাজ্যবাদী যুগের মার্কসবাদই লেনিনবাদ।। যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয় মুমতাহিনার অপেক্ষায় অবশেষে ৫ দিনের রিমান্ডে নিলো ।। মুরাদনগরে নারীকে নির্যাতনের ভিডিও ছড়ানোর ‘নেপথ্যে’র ব্যক্তিকে !! তবে কি ভারতকে প্যাঁচে ফেলতে চীন-পাকিস্তান-বাংলাদেশ সার্কের বিকল্প জোট গঠন ?? বিএনপির কর্মী আটক।। ভিজিএফ কার্ড নিয়ে যুবক খুনের অভিযোগ।। ভেড়ামারায় পদ্মায় তীব্র ভাঙন।। আতঙ্কে তিন ইউনিয়নের নদীপাড়ের বাসিন্দা।। সাঁওতাল বিদ্রোহ অবিস্মরণীয় অধ্যায় আবরও কিউবার ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকার।। কড়া প্রতিবাদ চীনের।। ইমোতে কল দেন ইবি শিক্ষক ! ছাত্রী মোটা না চিকন হয়েছে দেখতে !!!

যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয় মুমতাহিনার অপেক্ষায়

হাফিজ সরকার
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

 

স্পর্ধা নিউজ প্রতিদিন।। বিশেষ প্রতিবেদন।।

ছোটবেলায় ঘরের দেয়াল ছিল তাঁর ক্যানভাস, রংতুলি ছিল ভাব প্রকাশের মাধ্যম। আজ সেই শিল্পীর অপেক্ষায় যুক্তরাষ্ট্রের ২৫টি বিশ্ববিদ্যালয় ও কলেজ।

এই প্রতিষ্ঠানগুলোর সব বৃত্তি মিলিয়ে তিনি প্রস্তাব পেয়েছেন প্রায় ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার বৃত্তির প্রস্তাব-বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৬ কোটি টাকা। এই অলিয়ে রয়োছে মুক্তনরাষ্ট্রের নামকরা হেনড্রিক্স কলেজ, যেখানে তিনি গেয়েছেন ফুল-রাইড হেইস মেমোরিয়াল স্কলারশিপ। প্রতিবছর এই সম্মাননা পান মাত্র চারজন। চলতি বছর বাংলাদেশ থেকে গেয়েছেন রাঙ্গুনিয়ার মেয়ে মুমতাহিনা করিম মীম।

শৈশবের সেই দিনগুলো

রংতুলি যাতে ছোট্ট মীম দৌড়েছেন বারান্দা থেকে উঠোন। মায়ের ল্যাপটপে ‘পেইন্ট’ বুলে ডিজিটাল আঁকামাকি শুরু। প্লাস ট্রিতে ইউটিউব দেখে শিখে ফেলেন এইচটিএমএল আর সিএসএস! দ্বিতীয় চেষ্টায় ‘হ্যালো ওয়া দেখামাত্রই তার চোখে নতুন পৃথিবী। সপ্তম শ্রেণিতে নিজের স্কুলের ওয়েবসাইট বানিয়ে স্কুলজুড়ে হইচই ফেলে দেন।।

চ্যালেঞ্জ পেরিয়ে এগিয়ে চলা

প্রযুক্তির জগতে মেয়েদের অংশগ্রহণ নিয়ে নানা নেতিবাচক মন্তব্য ও সাকীর্ণ দৃষ্টিভঙ্গির মুখোমুখি হয়েও থেমে থাকেননি মুমতাহিনা। নবম শ্রেণিতে প্রতিষ্ঠা করেন একটি গ্রোগ্রামিং ক্লাব, যার নেতৃত্বে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। নিজের আগ্রহ থেকে কোভিড-১৯-এর সময় রোবোটিকস শেখা শুরু করেন এবং নিজেই বানিয়ে ফেলেন ফুড-সার্ভিং রোবট ‘কিবো’। এসএসসিতে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি বিতর্ক, সাহিত্য, সংগীত, হার্ট, সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ এবা পুরস্কার অর্জনের মাধ্যমে গড়ে তোলেন একটি ব্যালান্সড প্রোফাইল। নিজের ছোট রুখকেই পরিণত করেন একটি হোম ল্যাবে।

ঘুম না এলেও স্বপ্ন ছাড়েননি

‘পরিবারে কেউ বিদেশে পড়েনি এই কথা যে কারও বাধা হতে পারে, মুমতাহিনার হয়নি। আবেদনগাত্র, এসএটি, রিকমেন্ডেশন, ইন্টারভিটর প্রস্তুতি সব তিনি একাই সামলেছেন। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি হাল ছাড়েননি। কখনো রাত জেগে অ্যাপ্লিকেশন লিখেছেন, কখনো খরচ চালাতে চাকরি করেছেন বিদেশি কোম্পানিতে। ‘সেই সময়টা ছিল এক মানসিক যুক্ত-বলছিলেন মুমতাহিনা। ‘প্রতিদিন ছিল অপেক্ষা, অনিশ্চয়তা হার নিজেকে বিশ্বাস করার লড়াই।’

শেষমেশ বিজয়-হেনড্রিক্স কলেজে মূল রাইড স্কলারশিপ। বাকি প্রস্তাবগুলের মধ্যে উল্লেনাযোগ্য স্নালেন অ্যান্ড মার্শাল কলেজ থেকে ৩ দশমিক ৬ কোটি টাকা; রোডস কলেজ থেকে ২ দশমিক ৫ কোটি টাবাং, সক্স কলেজ থেকে প্রায় ৩ কোটি টাকা এবং ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডস্তার থেকে ১ দশমিক ২ কোটি টাকা

(ইঞ্জিনিয়ারিং অনার্স)। মুমতাহিনা মনে করেন, তার সাফল্যের তিনটি মূল ভিত্তি-সেলফ-ল্যানিং, ব্যতিক্রমী প্রোফাইল এবং অধ্যবসায়।

নতুনদের জন্য বার্তা

মুমতাহিনা বিশ্বাস করেন, স্বপ্ন কখনোই লিঙ্গ, স্থান কিংবা অবস্থান দেখে না। তিনি বলেন, ‘স্বপ্ন সেটা নয়, যা ঘুমিয়ে দেখা হয়। জন্ম হলো সেটাই, যা মানুষকে ঘুমাতে দেয় না। তীর মতে, ভালো কিছু পেতে হলে সময়, শ্রম মার সাহস দিয়ে নিজেকে গড়ে তুলতে হয়। নতুন প্রজন্মের জন্য তার পরামর্শ-‘শুধু একাডেমিক রেজাল্ট নয়, প্রয়োজন আত্মবিশ্বাস, ক্রিটিক্যাল থিংকিং এবং সৃজনশীলতা। চেষ্টা, অধ্যবসায় আর নিজের ওপর বিশ্বাস থাকলে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে উঠে এসেও বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া সম্ভব।’ সবশেষে মুমতাহিনা বলেন, ‘এই পথ শুধু আমার একার নয়। এটি সেই সব সাহসী মেয়ের গল্প, যারা প্রযুক্তি, শিল্প, আর স্বপ্ন দিয়ে গড়ে তুলতে চায় এক নতুন বাংলাদেশ।’

 

হাফিজ সরকার

 

তথ্যসূত্র

মো. আশিকুর রহমান

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট