স্পর্ধা নিউজ প্রতিদিন।। অনলাইন ডেস্ক ।।
১৯১৩ সালে প্রতিষ্ঠিত ১১২ বছরের পুরোনো বাংলাদেশের অন্যতম প্রাচীন ব্যাংক ‘জুবিলি ব্যাংক লিমিটেড’, যা কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর বাজারে অবস্থিত। অবাক করা বিষয় হলো এটিই এই ব্যাংকের প্রধান কার্যালয় এবং পৃথিবীর আর কোথাও এর কোন শাখা নেই। তবে ঢাকাতে এর একটি অফিস আছে বলে জানা যায়। ১৯৮২ সালে খুলনায় ব্যাংকটির আরেকটি শাখা খোলা হলেও ২০০০ সালে তা বন্ধ হয়ে যায়।
১৯১৩ সালের ১৫ এপ্রিল ‘খোকসা জানিপুর জুবিলী ব্যাংক লিমিটেড’ নামে আরজেএসসিতে নিবন্ধিত হয়ে ব্যাংকটি যাত্রা শুরু করে এবং ১৯৮৭ সালের ২৬ জানুয়ারি নাম পরিবর্তন করে ‘জুবিলী ব্যাংক লিমিটেড’ করা হয়। প্রতিষ্ঠার পর ৭০ বছর পর্যন্ত এটি সমবায় ব্যাংক হিসেবে পরিচালিত হয়ে এসেছে। জানা গেছে, ১৯৮৬ সালে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নেয় ব্যাংকটি। ব্যাংকটির নিবন্ধনের ধরণ, মালিকানা ও কার্যক্রম নিয়ে বিস্তর বিতর্ক থাকলেও একটিমাত্র শাখা বিশিষ্ট বাংলাদেশের প্রাচীনতম ব্যাংক নিয়ে খোকসার জানিপুরের মানুষ বেশ গর্বিত।