স্পর্ধা নিউজ প্রতিদিন।। অনলাইন ডেস্ক।।
সাবেক সেনাপ্রধান লেফটেনেন্ট জেনারেল (অব) এম হারুন উর রশীদ বীরপ্রতীককে গুপ্ত ঘাতকেরা হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। খুবই কাছ থেকে মাথায় সাইলেন্সার লাগানো অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেছে।
ঢাকা থেকেই জেনারেল হারুনকে অনুসরণ করা হয়। তিনি চট্টগ্রাম গিয়ে বিকেল ৪টা ৪০ মিনিটে চিটাগং ক্লাব লিমিটেডের গেস্ট হাউজ কমপ্লেক্সের তৃতীয় তলার ৩০৮ নম্বর রুমে ওঠেন। সন্ধ্যার পরে তিনি তার মামা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল ও সাখাওয়াত হোসেনের নন্দনকাননের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান... সাক্ষাৎ শেষে রাত ১০টা ৪৫ মিনিটে তিনি গেস্ট হাউজ কমপ্লেক্সে ফিরে এসে রুমে চলে যান। ধারণা করা হচ্ছে এর পরপরই গুপ্ত ঘাতকেরা তাকে রুমে ঢুকে হত্যা করে। জেনারেল হারুন যে পোশাক পরে তার মামাদের সাথে দেখা করেছিলেন, সেই পোষাকেই তাকে বিছানার উপর মৃত অবস্থায় পাওয়া যায়... এসময় তার মাথার কাছে রক্তাক্ত বালিশটিও পাওয়া গেছে। নির্বাক আমি নির্বাক স্বাধীনতা তোমায় কি চোখে দেখি!