1. news@spordhanews.com : স্পর্ধা নিউজ প্রতিদিন : স্পর্ধা নিউজ প্রতিদিন
  2. info@www.spordhanews.com : স্পর্ধা নিউজ প্রতিদিন :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট আন্দোলনের বিশ্বাসঘাতকতা ড. ইউনূসের জাতিসংঘ সফর: আওয়ামী লীগের বিক্ষোভের প্রস্তুতি! স্মরণ: শহীদ জুবায়ের চৌধুরী রিমু- এবার ভোটাধিকার কেড়ে নেওয়া হল শেখ হাসিনার আবু জাফর ও ফরিদা পারভীন ।। আদর্শের জন্য গভীর গোপনে ভালোবাসা ও বন্ধন ত্যাগকরা দুজন মানুষ।। দল নিষিদ্ধ করলে নির্বাচন কাদের নিয়ে হবে ? প্রশ্ন জনমনে মাইক্রোসফটের কর্মীদের জন্য খারাপ খবর! নেপাল কেন রক্তাক্ত হলো ? বলিউড তারকা –বিজেপি নেতা- মিঠুন চক্রবর্তী তৃণমূল নেতার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করেছে। ট্রাফিক ব্যবস্থা বিশৃঙ্খলাপূর্ণ হওয়ায় মোটরসাইকেল বেশি ঝুঁকিপূর্ণ বাহন হয়ে উঠেছে

যুদ্ধ বিরতি নেই ! হয়নি কোনো চুক্তি ! ট্রাম্প পুতিনের বৈঠকে অর্জনটা কি??

হাফিজ সরকার
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

 

স্পর্ধা নিউজ প্রতিদিন।। বিশেষ প্রতিবেদন।।

আলাস্কায় ট্রাম ও পুতিনের বৈঠক, ঘাম ঝরছে ইউক্রেন-ইউরোপ-ন্যাটো ও ভারতের! যুদ্ধ চলবে তবে তার অভিমূখ বদলে যাবে!

গত শুক্রবার আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠক বিশ্বব্যাপী কৌতুহলের জন্ম দিয়েছে। এই কৌতুহল এখনো পুরোটা মিটেছে – তা বলা যাবে না। আলাস্কা এককালে রাশিয়ার ভূমি ছিল তারপর যুক্তরাষ্ট্র তা কিনে নেয়। সেই আলাস্কায় লালগালিচার উপর দিয়ে হেঁটে পুতিন ট্রাম্পের সাথে করমর্দন করলেন। করমর্দন বিশেষজ্ঞগণ তাতে ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন। গত কয়েক মাসে ট্রাম্প শুল্কযুদ্ধ শুরু করে দুনিয়া উলটপালট করে দিয়েছেন। চীনকে কতটুকু শায়েস্তা করতে পেরেছেন তা বলা যাচ্ছে না তবে বহু দেশ বেশ অস্বস্তিতে পড়েছে। বিশেষ করে ভারত। ভারতের প্রসঙ্গ টানলাম একারণে, ট্রাম্প উল্লেখ করেছেন, ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে।

অন্যদিকে, ট্রাম্প বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধানদের ডেকে অনেকটা অপমান করেছেন। প্রথম অপমানের শিকার হন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কী। তিনি ইউক্রেনের খনিজ সম্পদ দিয়ে মুখ দেখাদেখির অবস্থায় এসেছেন।

ট্রাম্পের একটা নির্বাচনী ওয়াদা ছিল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। এই যুদ্ধ, বাইডেনের যুদ্ধ, তিনি টানবেন না। তিনি এই যুদ্ধে আর ডলার খরচ করবেন না। ন্যাটো ও ইউরোপকে তিনি ধমকালেন।

ইউরোপ ট্রাম্পের শুল্ক, প্যালেস্টাইন ও ইউক্রেন নিয়ে বেশ অস্বস্তিতে আছে বিশেষ করে ফিনল্যান্ড।

যাইহোক, ট্রাম্প রাশিয়াকে সময় বেঁধে দিলেন, যুদ্ধ বন্ধ করতে। রাশিয়া ইউক্রেনে আক্রমণ দ্বিগুণ করলো। ট্রাম্প জাপান সাগরে রাশিয়ার দিকে তাক করে দুটি পারমাণবিক সাবমেরিন পাঠালো, রাশিয়া ভেনিজুয়েলায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিল। তারপর ট্রাম্প পুতিনের সাথে আলাস্কায় আলোচনার ঘোষণা দিল। এই আলোচনায় ইউক্রেনকে ডাকলেন না। ইউক্রেন যুক্তরাজ্যে ছুটলেন। এতে ফল পাওয়া গেলো। পুতিনের সাথে বৈঠকের পর ট্রাম্প জেনেনেস্কী দীর্ঘ ফোনালাপ করলেন।

বিশ্বের নানান মিডিয়া ও দেশ ট্রাম্প ও পুতিনের বৈঠকের দিকে চোখ রেখেছিল এবং বিশ্লেষণ করার চেষ্টা করছে।

এই বিশ্লেষণের প্রথমে বললেন, বৈঠকের সময় যুক্তরাষ্ট্র বি-২ বিমান উড়িয়ে পুতিনকে একটু চমকিয়ে দিয়েছেন। এই বিমান ব্যবহৃত হয়েছিল, ইরানে।

কি হতে পারে এই বৈঠকের ফলাফল? ইউক্রেনের যে ভূমি রাশিয়ার দখলে আছে তার বিনিময়ে শান্তি নাকি সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা পুতিনকে দিয়ে করিয়ে শান্তির নোবেল? পশ্চিমা মিডিয়া ঘুরেফিরে শান্তির নোবেলের কথাই বলছে।

যাইহোক, এই বৈঠকে আরও একটা দেশের প্রসঙ্গ এসেছে, তা হলো ভারত, যদিও মিডিয়ায় এই বিষয়ে তেমন যোগসূত্র দিচ্ছে না।

ট্রাম্প কি চান?

ট্রাম্প ইউক্রেনকে পশ্চাতে রেখে রাশিয়ার শক্তি পরীক্ষা করবে কারণ, ভারত-চীন ও রাশিয়ার হঠাৎ আন্তর্জাতিক ঐক্যকে তিনি সহজে ছেড়ে দেবে না। আর বড় কথা হলো, ইউরোপকে কতদিন তিনি উপেক্ষা করবেন?

পৃথিবী এখন বা ট্রাম্পের শুল্কযুদ্ধের পর, আরও নিদিষ্ট করে বললে, ইরানে মার্কিনী বোমা ফেলার পর এবং ফিলিস্তিন নিয়ে ইউরোপে ব্যাপক জনমত গড়ে উঠায় এবং ঘরের ভেতরে নিউইয়র্কে মেয়র নির্বাচনকে কেন্দ্র করে ট্রাম্প এমন এক যুদ্ধের দিকে যাচ্ছে যাতে তার পা পুড়ে যাওয়ার মতো অবস্থা।

রাশিয়া ও চীনের ঐক্য যদি সব সংকোচ কাটিয়ে ভারত পর্যন্ত গড়ায় তবে বুঝতে পারা যাবে বৈশ্বিক ভূরাজনীতি শুধু বদলাবে তা নয় তা একটা যুদ্ধকে উসকে দিতে পারে। আলাস্কার বরফ তখন গলে কীনা দেখা যাবে। আপাতত, অনুমান ও বিশ্লেষণই সার!

তথ্যসুত্রঃ

শামশির শরিফ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট