স্পর্ধা নিউজ প্রতিদিন।।
নিউইয়র্ক এখন রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন—কিন্তু তার আগে আওয়ামী লীগও যেন প্রস্তুত ঝড় তুলতে। খবর অনুযায়ী, ইউনূসের উপস্থিতিকে ঘিরে তারা বিক্ষোভের ডাক দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু আন্তর্জাতিক দৃশ্যপটে দৃষ্টি আকর্ষণের পাশাপাশি ঘরোয়া রাজনীতিরও প্রভাব দেখানোর কৌশল। কিছু নেতারা হয়তো মনে করছেন, “আন্তর্জাতিক কাবিলিয়ত দেখানোর সময় এসেছে”—কিন্তু আওয়ামী লীগের দৃষ্টি যেন স্পষ্ট: ইউনূসকে একেবারে চোখে চোখ রাখার ইঙ্গিত।
ফখরুল–তাহের মতো নেতারা ইউনূসের পাশে দাঁড়িয়েছেন। তবে এরা এখন সরাসরি রাজনৈতিক নেতৃত্ব নয়—ফখরুল ও তাহের ইউনূসের নিউইয়র্ক সফরে নিরাপত্তা সঙ্গী হিসেবে।
এক কথায়: নিউইয়র্ক কাঁপতে যাচ্ছে, ইউনূস সামনে, আওয়ামী লীগ প্রস্তুত—and political drama is on full display!