1. news@spordhanews.com : স্পর্ধা নিউজ প্রতিদিন : স্পর্ধা নিউজ প্রতিদিন
  2. info@www.spordhanews.com : স্পর্ধা নিউজ প্রতিদিন :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
৭ নভেম্বরের জাতীয় বিপ্লব সংহতি দিবসের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ রুপান্তরিত হল ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের প্রাক নির্বাচনি সমাবেসে।। বিএনপি কি সামরিকশাসন আতংকে ভুগছে? সেপ্টেম্বর মাসে সারাদেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭, আহত ৬৮২ অশান্ত পাহাড়, খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় তদন্তের দাবি ‘নিজেরা ইউরেনিয়াম কিনছে, অথচ ভারতের রুশ তেল কেনায় আপত্তি !!’ ট্রাম্পকে খোঁচা পুতিনের খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের জের।। শেষ খবর পাওয়া পর্যন্ত চার জনের মৃত্যু ।। সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট আন্দোলনের বিশ্বাসঘাতকতা ড. ইউনূসের জাতিসংঘ সফর: আওয়ামী লীগের বিক্ষোভের প্রস্তুতি! স্মরণ: শহীদ জুবায়ের চৌধুরী রিমু- এবার ভোটাধিকার কেড়ে নেওয়া হল শেখ হাসিনার

খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের জের।। শেষ খবর পাওয়া পর্যন্ত চার জনের মৃত্যু ।।

শামশির শরিফ
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

মেজরসহ ১৩ জন সামরিক সদস্য আহত।। গুইমারায় বহু দোকান- বাড়ি পুড়ে ছাই।। উপদেষ্টা ও একনেতা তৃতীয় পক্ষের ষড়যন্ত্র দেখছেন ।। বাংলাদেশে কি জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস আছে!?

স্পর্ধা নিউজ প্রতিদিন।।

 বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি এখন জ্বলছে। সদরে কয়েক দিন আগে রাত নয়টার দিকে কোচিং সেন্টার থেকে ফেরার সময় দলবদ্ধ ধর্ষণের শিকার হয় অষ্টম শ্রেণির মারমা সম্প্রদায়ের এক আদিবাসী শিক্ষার্থী। পরে এই আদিবাসী শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এর পর, তার পিতা কয়েকজন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করে। ধর্ষণের শিকার শিক্ষার্থী চিকিৎসাধীন আছে। এই ঘটনার পরের দিন জম্মু জনতা ও মারমা শিক্ষার্থীদের সংগঠন ধর্ষকদের আশু গ্রেফতার ও শাস্তির দাবিতে সমাবেশ ডাকে এবং খাগড়াছড়ি ও ঢাকায় আদিবাসীরা প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে। কারণ গত এক বছরে প্রায় সাতজন আদিবাসী নারী ধর্ষণের শিকার হন এবং কেউ এই পর্যন্ত বিচার পায়নি। প্রশাসনের নানা বক্তব্য থেকে জানা যায়- এখানে নারী নির্যাতন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। খুবই দুঃখজনক।

 

যাইহোক, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিবাদ প্রবল হতে হতে পাহাড়ের রাজনৈতিক ও অরাজনৈতিক শক্তিগুলি সক্রিয় হয়ে উঠে এবং সেই পুরনো বিরোধ পাহাড়ি – বাঙালি, ইউপিডিএফ বনাম জেএসএস চাঙা হয়ে মাঠে নামে। বিশেষ করে সক্রিয় হয় সেটেলার বনাম অসেটেলার এবং হিন্দু মুসলিম ও বৌদ্ধ সাম্প্রদায়িক শক্তি।

পরিস্থিতি বিবেচনায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। কিন্তু ইতিমধ্যে উত্তেজনা খাগড়াছড়ি সদর ছাড়িয়ে গুইমারা উপজেলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। সাথে সোশাল মিডিয়ার গুজব। তারপর বাড়ি ঘরে, দোকান ও সম্পদে আগুন দেওয়া শুরু হয়। যে যার জায়গায় প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে সহিংসতা বৃদ্ধি পায়।

সরকার তা প্রতিরোধ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে মাঠে নিয়োগ করে। দূর্ভাগ্যজনকভাবে একধরনের দাঙ্গা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছোড়ে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত চারজন নিহত হয়। আহত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকেই। গ্রেফতার হয় অনেকে। কিন্তু মানুষের বসতবাড়ি, দোকান, সম্পদ বিনষ্টের হিসাবতো আর পাওয়া যাবে না।

 

এদিকে, এই সহিংসতার আড়ালে ধর্ষণের শিকার শিক্ষার্থীর বিচারের বিষয়টি আড়ালে চলে যাচ্ছে আর সামনে আসছে ষড়যন্ত্রের কথা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলছেন, এখানে তৃতীয় শক্তির হাত আছে। তাঁর ভাষায়, কারা টাকা দিল গুইমারা থেকে আসার? তিনি বলেন, জাতীয় নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে এই সহিংসতাকে উসকে দেওয়া হয়েছে। ঢাকায় অন্য একজন নেতা বলেছেন, এখানে অন্য দেশের হাত আছে।

 

খাগড়াছড়িতে সংঘটিত ধর্ষণের বিচার হয়তো সাইড লাইনে চলে যাবে, নিহতরা আর ফিরবে না, যাদের বাড়ি দোকান ও সম্পদ পুড়েছে তারা নিঃস্ব হয়ে যাবে, মানবাধিকার নিভৃতে কাঁদবে কিন্তু যে রাজনীতি সামনে এসেছে তার বিষাক্ত ফল আরও বিষ ছড়াবে। বাঙালি পাহাড়ি বিরোধ, সাম্প্রদায়িক দাঙ্গা এবং ইউপিডিএফ ও জেএসএস বিরোধ বাড়বে এবং পার্বত্য শান্তি আরও কঠিন ও জটিল হবে। পার্বত্য চট্টগ্রামে সবসময় নানা শক্তি কাজ করে। রাজনীতি ও আইনশৃঙ্খলার প্রশ্নের নিচে চাপা পড়ে যায় মানবাধিকার।

মজার বিষয় হলো জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস নাকি ঢাকায় আছে। তাদের খুঁজে পাওয়া গেলে বুঝা যাবে তারাও কোনো না পক্ষ কীনা।

 

আপাতত ধর্ষণের বিচার চাই, নিহতদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা চাই। পাহাড়ে শান্তি ও সম্প্রীতি ফিরে আসুক, আদিবাসীদের মানবাধিকার প্রতিষ্ঠা পাক। সরকার নির্বাচনের ষড়যন্ত্রের দোহাই দিয়ে আরও আগুন না ছড়িয়ে বরং ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করুক। আমাদের নারীদের নিরাপদ জীবন নিশ্চিত করা হোক।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট