স্পর্ধা নিউজ প্রতিদিন।। আন্তর্জাতিক ডেস্ক।।
তিনি জিনেত জারা। বর্তমান সরকারে ছিলেন শ্রমমন্ত্রী। আলেন্দের জয় নিশ্চিত করতে ১৯৬৯ সালে চূড়ান্ত রাউন্ডের নির্বাচনে সরে দাঁড়িয়েছিলেন কমিউনিস্ট পার্টির প্রার্থী পাবলো নেরুদা। যদিও সেই নির্বাচনে আলেন্দের সোশ্যালিস্টি পার্টির (১২.৮ শতাংশ) তুলনায় বেশি ভোট পেয়েছিল কমিউনিস্ট পার্টি (১৬.৬ শতাংশ)। তখন প্রাইমারি নির্বাচন ছিল না। বামপন্থীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল কমিউনিস্ট পার্টি। তারপর থেকে কমিউনিস্ট পার্টির কেউই চূড়ান্ত রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করেননি।
জিনেতই প্রথম। আগামী ১৬ নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচনে তিনি দক্ষিণপন্থী এভলিন মাথেই, এবং সম্ভবত উগ্র দক্ষিণপন্থী হোসে আন্তোনিও কাস্তের মুখোমুখি হবেন। রবিবার প্রাইমারি নির্বাচনে বিপুল ব্যবধানে জিতেছেন জারা। প্রতিদ্বন্দ্বী চারজনের মধ্যে তিনি পেয়েছেন সবচেয়ে বেশি সমর্থন। ৬০.৩১ শতাংশ ভোট।