বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফের কঠোর অবস্থান নিল ইউনুস সরকার। আগামী বছর সাধারণ নির্বাচনে ভোট দিতে পারবেন না হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ পরিবারের ১০ সদস্য।
স্পর্ধা নিউজ প্রতিদিন।।ঢাকা প্রতিনিধি।।
ঢাকা: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফের কঠোর অবস্থান নিল ইউনুস সরকার। আগামী বছর সাধারণ নির্বাচনে ভোট দিতে পারবেন না হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ পরিবারের ১০ সদস্য। তাঁদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করে দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বলেন, বাংলাদেশের সাধারণ নির্বাচনে দেশের বাইরে থেকেও ভোট দেওয়া যাবে। তবে যাঁদের এনআইডি কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে তাঁরা ভোট দিতে পারবেন না। এই নিয়ম হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে হাসিনার দল আওয়ামি লীগের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে ইউনুস সরকার। তবে দলের নেতাকর্মীদের ভোট দিতে বাধা নেই বলে জানিয়েছে কমিশন।